রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় জেলা জামায়াতের ইফতার মাহফিল

গাইবান্ধায় জেলা জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যক্তিগনের সম্মানে গতকাল শুক্রবার হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য ও ঠাকুরগাঁও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক, ব্যবসায়ীগণসহ উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মোঃ ফয়সাল কবির, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মন্ডল, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজসহ উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, জেলা শিবির সেক্রেটারি শাওন হোসাইনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com