মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ সামাজিক অনাচার, অবিচার বন্ধে ও সু-শাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল গাইবান্ধায় শহরে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। জাসদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মিছিল পূর্ব দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি জিয়াউল হক জনি, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সেলেকুজ্জামান চৌধুরী, এসএম খাদেমুল ইসলাম খুদি, সুজন প্রসাদ, রণজিত বর্মন, রাকিব হাসান সীমান্ত প্রমুখ।