রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গ্যাস সংযোগ প্রদানের দাবিতে ও দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, পলাশবাড়ি বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ, ফুলছড়ি বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নাননু, শ্রমিক দলের হুনান হক্কানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই প্রমুখ।