মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কৃষক লীগ জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস্-উল আলম হীরু। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রনজিৎ বক্সী সূর্য্য, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আ’লীগ সভাপতি রেজাউল করিম রেজা, শহর আ’লীগ সভাপতি ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন।
বক্তব্য রাখেন একেএম জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, মোস্তাক আহমেদ রঞ্জু, মাহমুদা পারুল, সেলিনা আকতার রিনা, শহিদুল্যাহেল কাফি সরকার, পরেশ চন্দ্র সরকার, আতাউর রহমান মাস্টার, ওসমান গণি মন্ডল, মোস্তাফিজুর রহমান মুকু, শাহজাহান আলী, আতোয়ার রহমান, নিখিল চন্দ্র সরকার, শাহ আলম চাষী, তাজুল ইসলাম, হাফিজার রহমান প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মৌলভী মোঃ রেজাউল করিম রেজা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজী আশরাফ আলী।