বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় সাবেক সাংসদ সারওয়ার কবীর কারাগারে দীর্ঘ দুই দশক বন্ধ থাকা রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চীনের আর্থিক সহযোগিতায় ১০০০ শয্যা হাসপাতাল নির্মাণের দাবি গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক ২ ঘন্টা অবরোধ সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মামলার প্রধান আসামী ও দুই বন্ধুসহ ৩ জন গ্রেপ্তার গোবিন্দগঞ্জে অপহƒত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার মহিলা পরিষদের মতবিনিময় সভা ঝড়ে দুমড়-েমুচড়ে গলে ভূমহিীনরে ঘর ঃ খোলা আকাশরে নচিে বসবাস গোবিন্দগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা সুন্দরগঞ্জে বিরোধী জমির ধান কেটে ফেল্লো প্রতিপক্ষ গাইবান্ধায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত

গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নিবে

গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নিবে

ময়নুল ইসলাম : আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার গাইবান্ধা জেলায় মোট ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮শত ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫ টি কেন্দ্র থেকে ৩ হাজার ১জন এবং দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্র থেকে ৪ হাজার ৬১৫ জন।
এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্র থেকে ৪ হাজার ৬শত ৬৭ জন, সাদুল্যাপুর উপজেলার ৫টি কেন্দ্র থেকে ২ হাজার ৫শত ৯৮ জন, গোবিন্দগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্র থেকে ৫ হাজার ৮শত ৭৭জন, সাঘাটা উপজেলার ৫টি কেন্দ্র থেকে ৩ হাজার ১ জন, পলাশবাড়ী উপজেলার ৫টি কেন্দ্র থেকে ৩ হাজার ১শত ৮৫ জন ও ফুলছড়ি উপজেলার মোট ৩টি কেন্দ্র থেকে ১ হাজার ১শত ৯জন পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com