রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল ইয়াবা সেবনকালে (মাদক সেবনের সরঞ্জামাদিসহ) দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা এলাকার মৃত মেছের আলীর পুত্র মোঃ মিজান (২২), ও পশ্চিম কোমরনই এলাকার মোহাম্মদ আলীর পুত্র মিথুন মিয়া (২৫)। গতকাল শুক্রবার গাইবান্ধা সদর থানার এসআই হৃষিকেশ চন্দ্র বর্মন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ২ যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আটককৃত মিজান ও মিথুনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।