বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুন প্রমুখ। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান বক্তারা।
এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারুল বেগম প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিবি নারী শাখা পার্টির জেলা কার্যালয়ে আলোচনার আয়োজন করে। জেলা নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে নারী দিবসের প্রবন্ধ পাঠ করেন মিতা হাসান। আলোচনা করেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, মেহেরুল মুন্নি, জুয়েল রানা প্রমুখ।
অপরদিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের দায়িত্বশিলা ডাঃ সাহিদা সরকার জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদরের দায়িত্বশিলা ফাতেমা বেগম, মোহসিনা বেগম ও মাজেদা বেগম।
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানানঃ অধিকার, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবসের র্যালি, আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়য়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারী দিবসের আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা মোছাঃ সুমী কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ রাকিবুর ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, রেজাউল ইসলাম, সমিতির সভাপতি মানসুরা বেগম প্রমুখ।
পলাশবাড়ী প্রতিনিধি জানানঃ অধিকার-সমতা-ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সাঘাটা প্রতিনিধি জানানঃ অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামানে রেখে গতকাল আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ বাদশা আলম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা, গৌতম চন্দ্র মোদক, আনসার ভিডিপি অফিসার শাহেনা বেগম প্রমুখ।