বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

খোলাহাটিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ ॥ আহত ১

খোলাহাটিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ ॥ আহত ১

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার গ্রামে গত শুক্রবার রাত ২টায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গোলাম ফারুক খোকন (৫২) নামে একজন নিহত ও তার স্ত্রী জুঁই বেগম মারাত্মকভাবে দগ্ধ হয়। নিহত গোলাম ফারুক সৈয়দ মতিয়ার রহমানের ছেলে এবং ওই এলাকার ওয়ার্ড সদস্য মিন্টু মিয়ার বড় ভাই।
জানা গেছে, যে ঘরে সিলিন্ডারটি ছিল সেই ঘরে মশার কয়েল জ্বালানো হয়। এই কয়েলের আগুনে সিলিন্ডারের সাথে গ্যাসের চুলার সংযোগ রক্ষাকারি পাইপটি ফুঁটো হয়ে গ্যাস লিগ করতে থাকে। এমতাবস্থায় গোলাম ফারুক গ্যাসের পাইপ লাইনটি কেটে দিলে সরাসরি গ্যাসের সিলিন্ডারটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়। এতে গোলাম ফারুক ও তার স্ত্রী জুঁই বেগম মারাত্মকভাবে দগ্ধ হয়। দু’জনকে সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম ফারুকের মৃত্যু হয়। তার স্ত্রী জুঁই বেগমের আরও আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com