বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রকৃত কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবিতে গতকাল সোমবার কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন বাজারের গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল্যাহ আদিল নান্নু, গোলাম রব্বানী, জাহিদুল হক, এমদাদুল হক, আফরোজা আব্বাস, পরমানন্দ দাস, আব্দুল্যাহ সরকার প্রমুখ।