সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন মহাসড়ককে যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট যেমন গোবিন্দগঞ্জ বাজার, মায়ামনি মোড়, পলাশবাড়ী, মিঠাপুকুর, শঠিবাড়ী, পীরগঞ্জ বাজার, সৈয়দপুর এবং দশ মাইল এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় টহল পার্টির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, যাতে বগুড়া-রংপুর-সৈয়দপুর-দশ মাইল-বাংলাবান্ধা পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক যানজট ও অপরাধমুক্ত থাকে।
হাইওয়ে পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারির কারণে ইতিমধ্যে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলেও যানজটের সৃষ্টি হয়নি। তবে আগামী দুই দিনে যানবাহনের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, আর সেই চাপ সামাল দিতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ব্যবস্থা হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজে মাঠ পর্যায়ে থেকে পুলিশের কার্যক্রম তদারকি করছেন। তিনি নিয়মিত মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মনিটরিং ও মোটিভেশন করছেন এবং শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করছেন। জেলা পুলিশ ও শ্রমিক সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতায় পুলিশের এই তৎপরতা আরও কার্যকর হচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মহাসড়কে ইজি বাইক ও থ্রি-হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি থাকলেও অন্যান্য মালবাহী ট্রাক বন্ধ রাখা হয়েছে। এছাড়া, হাতীবান্ধা থেকে বালু ও পাথর বহনকারী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন বাজার ও মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকান ও পার্কিং উচ্ছেদ করা হয়েছে, যাতে যান চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। দ্রুত উদ্ধার ও সহায়তা ব্যবস্থা যেকোনো দুর্ঘটনা বা যানবাহন বিকল হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা রেকার সার্ভিস চালু রাখা হয়েছে। গোবিন্দগঞ্জে ও পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে যাত্রী ও চালকরা যেকোনো সমস্যা জানাতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে হাইওয়ে পুলিশ একটি কেন্দ্রীয় অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে অনলাইনে যেকোনো তথ্য পাওয়া যাবে এবং অভিযোগ জানানো যাবে। পুলিশ যাত্রীদের এই অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে, যাতে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া যায়।
নিরাপদ ঈদযাত্রার প্রত্যাশা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন, “রংপুর বিভাগে এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও যানজটমুক্ত। হাইওয়ে পুলিশের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।