বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ঈদগাহ ট্রাস্ট বোর্ড ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদ পূনর্মিলনী গতকাল বুধবার দুুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাহ ট্রাস্ট বোর্ড ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অনুষ্ঠানে ঈদগাহ ট্রাস্ট বোর্ড ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্পাদক এসএম রাশেদ মোস্তফা জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈদগাহ মাঠের মুখপাত্র অ্যাডঃ এএসএম হুমায়ুন ইকবাল, মাঠের ইমাম মুফতি মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও পৌরপ্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসানসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং ঈদগাহ ট্রাস্ট ও মাঠের সদস্য মোঃ হাফিজ খান, ওয়াজিউর রহমান রাফেল, রাকিবুর রহমান ডালেজ, মতিউর রহমান, শাহ নাইমুর রহমান, অ্যাডঃ রুহুল আমীন, জাহিদুল ইসলাম, নবাব আলী প্রমুখ। পূনর্মিলনী অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।