বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সহ সভাপতি সায়েম আহমাদ, সাধারণ স¤পাদক আলী আজম মাহমুদ, প্রশিক্ষণ স¤পাদক বেলাল হোসেন, দাওয়াহ স¤পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা স¤পাদক আবু সাঈদ প্রমুখ।
বক্তারা সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা।