বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ধরনের ওষুধ নেই। গত ৮ মাস ধরে এখানে ওষুধের সাপ্লাই দেওয়া হচ্ছে না। ফলে অসুস্থ মহিলারা নানা ধরনের জটিলতার শিকার হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
লক্ষ্মীপুর ইউনিয়নের মহিলাদের স্বাস্থ্যসেবা জন্য পরিষদ কার্যালয় সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। এটি ইউনিয়নের সকল বয়সী মহিলার একমাত্র চিকিৎসার ভরসা কেন্দ্র। কিন্তু গত ৮ মাস এই চিকিৎসা কেন্দ্রে কোনো ধরনের ওষুধ সাপ্লাই নেই। এই স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী নারীদের প্রেসার মাপার যন্ত্রটিও বিকল হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিতে এসে রোগীরা ওষুধ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
ওই ইউনিয়নের মৌর্জা মালিবাড়ি গ্রামের রাবেয়া (২৮) বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য এলেই বলা হয় কোনো ওষুধ নেই। প্রেসার মাপার কথা বললেও বলা হয় যন্ত্রটি অচল হয়ে পড়ে রয়েছে। আমাদের চিকিৎসার একমাত্র ভরসা স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে আমরা দুর্ভোগে পড়ছি। আমরা গরিব মানুষ-কোথায় চিকিৎসা নিতে যাবো?
এ ব্যাপারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, আমরা প্রতিমাসে চাহিদা কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। কিন্তু কোনো ধরনের ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে না। এ অবস্থায় রোগীদের ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
ফেমিলি ওয়েলফেয়ার ভিজিটর নূরজাহান বেগম বলেন, ওষুধ যদি না থাকে দেবো কোথা থেকে? আমরা কর্তৃপক্ষকে চাহিদার কথা জানিয়ে থাকি। কিন্তু ওষুধ তো সাপ্লাই দেওয়া হয় না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওষুধ না পেয়ে জনগণ দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানান।
এ বিষয়ে সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডাঃ আতিকুর রহমান খান বলেন, সারাদেশে এ সমস্যা চলছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আবার আগের মতো সব সচল হবে।