বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন

আলু রাখার জায়গা নেই বিপাকে চাষিরা

আলু রাখার জায়গা নেই বিপাকে চাষিরা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ঃ গত দুই বছরের চেয়ে চলতি মৌসুমে চরের জমিতে আলুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ভাল দাম পেয়েছি। কিন্তু বর্তমানে আলু রাখার জায়গা নেই। পাশাপাশি আলুর দামও কম। প্রতিবিঘা জমিতে ফলন ভাল হলে ২০ হতে ৫০ হাজার টাকা খরচবাদে লাভ হয়। কথাগুলো বলেন উপজেলার তারাপুর ইউনিয়নের তিস্তার খোদ্দার চরের আলু চাষি মোফাজ্জল হক। তার ভাষ্য, হালচাষ থেকে শুরু করে আলু তোলা পর্যন্ত বিঘা প্রতি খরচ ৪০ হতে ৪৫ হাজার টাকা। ফলন ভাল হলে বিঘাতে ৮৫ কেজির বস্তা দিয়ে ৬০ হতে ৬৫ বস্তা আলু হয়। বর্তমানে প্রতিবস্তা আলু বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। এতে করে বিঘা প্রতি লাভ হচ্ছে ২০ হতে ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছেন।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৭৯ হেক্টর জমিেিত আলু চাষ হয়েছে। যার বেশির ভাগ চাষ হয়েছে তিস্তার চরে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। চলতি মৌসুমে তিস্তার চরে আলুর ভাল ফলন হয়েছে।
চাষিদের নিকট হতে বর্তমান বাজারে প্রতি কেজি আলু ১৩ টাকা দরে কেনা হচ্ছে বলেন আলু ব্যবসায়ী কামরুজ্জামান। তিনি বলেন চরের চাষিদের নিকট হতে আলু কিনে তা ঘোড়ার গাড়িতে করে নিয়ে এসে ইমামগঞ্জ মাদ্রাসা মাঠে মজুত করা হয়েছে। হিমাগারের সাথে আলোচনা ঠিকঠাক না হওয়ায় এবং ট্র্যাক না পাওয়ায় আলু গোডাউনে নেয়া সম্ভাব হচেছ না। সে কারনে এখানে মজুত রাখা হয়েছে।
লাঠশালা চরের আরেক আলু চাষি ফরমান আলী বলেন বাড়িতে আলু রাখার জায়গা না থাকায় কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। বর্তমানে পাইকারি বাজারে ৪০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৬০০ হতে ৫০০ টাকা দরে। সেই আলু খোলা বা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ হতে ২০ টাকা কেজি দরে।
সুন্দরগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, বর্তমানের চরের আলুর ব্যাপক আমদানি হয়েছে। হিমাগারের আলু রাখার খরচ বেশি, সে কারনে অনেক চাষি আলু বিক্রি করে দিচ্ছে। যার কারনে বর্তমানে আলুর বাজার অনেক কম। তা না হলে আলুর দাম অনেক বেড়ে যেত।
মজুদ ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া বলেন, উপজেলায় একটি মাত্র হিমাগার। যার কারনে উপজেলার বাইরের হিমাগারে আলু রাখতে হচ্ছে। চলতি মৌসুমে প্রতিবস্তা আলু রাখার জন্য হিমাগরে খরচ দিতে হচ্ছে ৪৮০ টাকা এবং প্রতিবস্তা আলুর পরিবহন খরচ দিতে হচ্ছে ৫০ টাকা। খেত হতে হিমাগার পর্যন্ত প্রতিবস্তা আলুতে খরচ হচ্ছে সর্বমোট ১৬০০ হতে ১৭০০ টাকা।
উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন, গত বছর আলুর দাম বেশি হওয়ায় চলতি মৌসুমে অনেকে আলু চাষে আগ্রহী হয়ে উঠেছে। এবারে তিস্তার চরাঞ্চলে ব্যাপক আলুর চাষাবাদ হয়েছে। সেই সাথে ফলনও ভাল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আলু চাষিরা ভাল লাভবান হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com