শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ পলাশবাড়ী উপজলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গাইবান্ধা জেলা জাসদের সহসভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, মজিবর রহমান, আব্দুল জলিল সরকার, আবু ইয়াহিয়া খান, ফজলুল করিম, বাদশা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশ বাঁচানোর যুক্তি-সুশাসনের চুক্তি, অপরাধীদের ক্ষমা নাই-সুশাসনের চুক্তি চাই, সুশাসনের চুক্তি চাই-গণতন্ত্রের বিকাশ চাই।