শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
কঞ্চিবাড়ী (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তা দিতে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বেসরকারি সংগঠন গুলো সাহায্য সহযোগীতার হাত বেড়ে দিয়েছে। গত সোমবার ঢাকাস্থ গাইবান্ধা সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম.এ মান্নান মিয়া হরিপুর, বোচাগারি, কাপাসিয়া ও লালচামার এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে তার নিজস্ব তহবিল থেকে ৫০০ শত করে টাকা প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফজর উদ্দীন স্মৃতি পাঠাগার এন্ড ক্লাব সংস্থার চেয়ারম্যান এম.এ মালেক, প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ।