বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে আ’লীগ নেতা মির্জা জলিলের পিএস গ্রেফতার

সুন্দরগঞ্জে আ’লীগ নেতা মির্জা জলিলের পিএস গ্রেফতার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কৃষি সমবায় উপ-কমিটির চেয়ারম্যান ডঃ মির্জা জলিলের ভুয়া পিএস নাসির খানকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ১১ টায় থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান সংবাদকর্মীদের ব্রিফিংকালে বলেন, উপজেলার বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নাসির খান (২৫) দীর্ঘ দিন থেকে মির্জা জলিলের কন্ঠ ব্যবহার ও তার পিএস পরিচয় দিয়ে এসপি, ডিআইজিসহ বিভিন্ন অফিস আদালতে প্রতারণা করে নিজের ফায়দা লুটছিলেন। এছাড়া পুলিশ কন্সটেবল নিয়োগের বিষয়ে কয়েকটি সুপারিশও করেন। গত শুক্রবার দুপুর ২ টার দিকে থানার সামনে পুলিশ হত্যা, বিভিন্ন অপরাধ, নাশকতা মূলক কর্মকা-ের সহিত জড়িত আসামীসহ পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন অনৈতিক ও উসকানিমূলক কথাবার্তা বলেন। এমনকি পুলিশকে গালিসহ ইউনিফর্ম খুলে নেয়ারও হুমকি দেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় গত শুক্রবার পুলিশ নাসির খানকে গ্রেফতার করে। এরপর ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com