বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে মাদক বিক্রির দায়ে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরশেদুল হকের সার্বিক তত্বাবধানে থানার ফোর্সদ্বয় মাদক বিরোধী অভিযানে গত সোমবার মাদক বিক্রির দায়ে উপজেলার ধাপেরহাটের ছোট ছত্রগাছা গ্রামের মৃত আছির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ রবিউল ইসলাম রবিকে ইয়াবা ট্যাবলেট ও বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ী সন্তোলা গ্রামের বিডিআর শাহজাহানের ছেলে অলিউর রহমান অলি (২০) ও আলম শেখ অরফে ভান্ডারি আলমের পুত্র সুজন শেখ (২২) ইয়াবা ট্যাবলেটসহ এবং খোর্দ্দ রুহিয়া গ্রামের মোতালেব এর পুত্র হাসান আলী (৩৫) এবং ভোলা উদ্দিনের পুত্র সাজেদুল (২৮) কে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে মাদক কারবারীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।