শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল ওই ইউনিয়নের টুনিরচর এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কৃষক লীগ সাদুল্লাপুর উপজেলার শাখার সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক আবদুল মতিন মিয়া, বনগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরহাদ আকন্দ, জামালপুর ইউনিয়নদপ্তর সম্পাদক জেলাল আকন্দসহ অনেকে।