শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
খোরশেদ আলম, সাদুল্লাপুর থেকেঃ পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার এ শ্লোগানকে ধারণ করে সাদুল্লাপুরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে একটি বণার্ঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, এটিএম দিদারুল ইসলাম, ইসরাত জাহান স্মৃতি ও উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমানসহ অনেকে।