রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিপুল মিয়া (৩০) নামের এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে তিলকপাড়ার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল মিয়া পলাশবাড়ীর পার্বতীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলক পাড়ার একটি গুচ্ছ গ্রামের পাশের এক জমির ড্রেনে বিপুলের লাশ দেখতে পাওয়া যায়। পরে ধাপেরহাট ফাঁড়ি পুলিশ খবর পেয়ে বিপুলের লাশটি উদ্ধার করেন।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নওয়াবুর রহমান জানান, খবর পেয়ে বিপুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে।