শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়ায় গতকাল মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিটের উদ্দোগ্যে ৩শ’ ৪০ টি বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সভাপতি রাসেল আহম্মেদ লিখন ও সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান ফেরদৌস এর সার্বিক সহযোগীতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিটের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রেস ক্লাব সভাপতি আনিছুর রহমান, সাংবাদিক আব্দুস ছাত্তার, আবু সাইদ মন্ডল প্রমুখ।