শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ/১৯ এর সমাপনী উপলক্ষে মূল্যায়ন ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে মৎস্য চাষীদের মূল্যায়ন শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রমাণিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, ক্ষেত্র সহকারী হিমন সরকার, তাপষ চন্দ্র পাল, তাসনিয়া আক্তার, সফল মৎস্য চাষী নুরুল আমিন, জাকির হোসেন, এমতাজ আলী প্রমুখ। পরে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ৩ জন সফল মৎস্য চাষীকে ক্রেষ্ট প্রদান করেন।