বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে জমজমাট বালুর ব্যবসা। বালু সরবাহকারী ট্রাক্টর ও ট্রলির কারণে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাধসহ রাস্তাঘাট ধ্বংসের পথে। সরেজমিনে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আজরার বিল হতে জাহিদুলের জমি থেকে ঠিকাদার মতলুবর কর্তৃক ও মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে শাহ আলম, নিমদাসের ভিটা গ্রাম থেকে সাবেক ইউপি সদস্য শাহ আলম কর্তৃক, বরিশাল ইউনিয়নের নারায়নপুর চাতালের পাশ থেকে কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আখিরা নদী থেকে আকবর আলীর পুত্র মান্নান এবং সুলতানপুর বাড়াইপাড়া গ্রাম থেকে আকবর গাছুর পুত্র আলম এবং বেংগুলিয়া মোংলা হাজীর বাড়ী পাশে আখিরা নদী হতে বাড়াইপাড় গ্রামের মন্টু, খোর্দ্দটেংরা গনেশপুর ঈদগাহ মাঠের পাশ থেকে স্যালো মেশিন দিয়া বালু উত্তোলন পূর্বক বিশাল বালুর পাহাড় গড়ে তোলা হয়েছে। এই বালু সরবরহকারী একমাত্র যানবাহন ট্রাক্টর ও ট্রলি চলাচলে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাধসহ গ্রামীন রাস্তাঘাট ভেঙ্গে চুরে খানাখন্দে চলার অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাধ কেটে ট্রাক্টর চলাচলে রাস্তা বের করে বালু সরবরাহ করা হচ্ছে। এলাকাবাসীর মতে আগামী বন্যায় উক্ত কাটা বাধ দিয়া পানি প্রবেশ করে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তাদের ধারণা। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ একান্ত জরুরী হয়ে পড়েছে।