শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী গতকাল রবিবারের হরতাল কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গাইবান্ধায় শান্তিপূর্নভাবে পালিত হয়। হরতাল চলাকালে শহরের দোকান পাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতসহ সকল প্রকার যানবাহন ছিল খুবই সামান্য। এদিকে হরতালের সমর্থণে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা সকাল থেকে দফায় দফায় শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে আসাদুজ্জামান গার্লস হাই স্কুল এন্ড কলেজের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন জনগনের ভোটাধিকার হরণকারী বর্তমান সরকার ছয় মাসের মধ্যে অযৌক্তিক ভাবে তিন দফায় গ্যাসের দাম বাড়িয়েছে। প্রতিবাদ করতে জনগণ যখন রাস্তায় নেমেছে। ফ্যাসিবাদী এই সরকার তখন দেশের বিভিন্নস্থানে পুলিশ দিয়ে তা রোধ করার চেষ্টা করছে। বক্তারা এসব হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অতীতে কোন সরকারই জনগনের মৌলিক অধিকার হরন করে মামলা হামলা দিয়ে টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী সরকারও ভয়ের সংস্কৃতি গড়ে তুলে ঠিকে থাকতে পারবে না।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।