রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বসতবাড়ী পাশে থেকে একটি প্রভাবশালী মহল ভূগর্ভস্থ থেকে শ্যালো মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে। এতে করে কৃষি জমিসহ বেশকয়েকটি বসতবাড়ী হুমকীর মুখে পড়েছে।
গতকাল বুধবার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের মৃত আজিজুলের পুত্র এস এম খুররম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে জানান তার নির্মাণাধীন ৩ তলা বিশিষ্ট বাড়ী সংলগ্ন আবাদি জমিতে একই এলাকার মোঃ ওহেদুল শেখের পুত্র মিল্কু শেখ হিংসাত্বক ভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে করে তার বাড়ীসহ প্রতিবেশীদের বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা দেখা দিয়েছে। তিনি অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বলেন, ভূগর্ভস্থ বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।