সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে টিআর.কাবিটা প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম ও স্ট্রিক লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার বালুয়া বাজারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জের সভাপতিত্বে আলোচনা আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আঃ রউফ, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, এ্যাড মাহমুদ হাসান মন্ডল মাসুদ, কাজি সামিউল আলম, সৈয়দ তোফায়েল আহাম্মেদ এলিন, নজরুল ইসলাম, আইনুল হক, সাকিব খান লেবু, মমিরুল ইসলাম সালমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।