রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় রাজু শেখ (৩৬) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জনাব আলী শেখের পুত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান জানান বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের হেলিপ্যাড এলাকায় রাস্তাপারাপারের সময় একটি অজ্ঞাতনামা ট্রাক রাজু মিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই রাজু নিহত হয়। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।