শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার অর্গানাইজেশন ফর ইন্টালেকচুয়্যাল ডেভলপমেন্ট (ভয়েড) এর উদ্যোগে স্কুল পর্যায়ে প্রগতি পাঠ উন্মোচন, মেধা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভয়েড সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, আওয়ামীলীগ নেতা সৈয়দ তোফায়েল আহমেদ এলিন, ভয়েড এর আহ্বায়ক সুজন প্রামাণিক, সদস্য প্রভাষক আবুল কালাম আজাদ, ডাঃ সুমন প্রামাণিক, সুজন কুন্ডু, সাজ্জাদ নিবির, আব্দুল মান্নান শেখ, দীপ্ত মোহন্ত প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া ১শ’ জন ছাত্র –ছাত্রীর মধ্যে বিজয়ী ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়।