বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশের এএসআই পরিচয় দিয়ে বিয়ে করতে এসে শরিফুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি আটক হয়েছে। সে পাশ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা উপজেলার কুশারঘোপ (মুকন্দপুর) গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জুলিকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দেয় শরিফুল ইসলাম। পরবর্তীতে এ প্রস্তাবে রাজি হয়ে জুলির পরিবার তার সঙ্গে গত শুক্রবার বিয়ের দিন ধার্য করে। বন্যার কারনে জুলির বাবার বাড়ির পরিবর্তে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া গ্রামে খালার বাড়ীতে বিয়ের আয়োজন করা হয়। জুলির বাবা জাহাঙ্গীর আলম জানান, বিয়ের পূর্ব মুহুর্তে সোনাতলা এলাকায় খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারেন কথিত শরিফুল ইসলাম একজন ভূঁয়া পুলিশ। এর আগেও সে ভূঁয়া পুলিশ সেজে আরও দুটি বিয়ে করেছে। এ ঘটনা জানার পর জাহাঙ্গীর আলম বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে অবগত করে।
এদিকে, শরিফুল ইসলাম গত শুক্রবার রাতে বর সেজে তার বন্ধু আনসারুল ইসলামকে নিয়ে বিয়ে করতে পান্থাপাড়ায় আসলে পুলিশ খবর পেয়ে বিয়ের আসর থেকে তাকে আটক করে। পরিন্থিতি বুঝতে পেরে আনসারুল পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, এ বিষয়ে জুলির বাবা জাহাঙ্গীর আলম বাদি হয়ে শরিফুল ইসলাম ও আনসারুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার দুপুরে শরিফুলকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।