সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া, হাজিপাড়া ও খিরিবাড়ী গ্রামে গতকাল শুক্রবার দিনভর বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজম সরকার পাপুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী, শিবপুর ইউপি মেম্বার জাফুরুল ইসলাম, আবুল হোসেন, ইকবাল লোহানী, শহিদুজ্জামান প্রধান শহীদ ও ছামসুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন। ওই ৩ গ্রামের ১ হাজার বানভাসী অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।