শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে গতকাল শনিবার বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলায় বিশুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদল কাটাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ৪-০ গোলে এবং রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালকদল ১নং ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ৪-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ প্রমুখ। শেষে প্রধান জয়ী এবং বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।