শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের কাটামোড় থেকে ইয়াবা সহ গত শুক্রবার রাতে মোস্তাফিজুর রহমান (২৮) ও শহিদ (২৯) নামে ২ জন কে আটক করেছে পুলিশ। আটক মোস্তাফিজুর রহমান উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের ছামসুল হকের ছেলে। অপরজন একই গ্রামের তবিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ওই দুই যুবককে কাটামোড়ে আটক করে পুলিশ। পরে তাদের শরীর তল্লাশি করে ১৩ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। থানার এস আই মোমিরুল হক জানান, আটকের পর মোস্তাফিজুর রহমান নিজেকে দৈনিক ভোরের সূর্য পত্রিকার স্থানীয় প্রতিনিধি বলে দাবি করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হলে উভয়কে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।