শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ভয়াবহ বন্যা আক্রান্ত গাইবান্ধা জেলাকে অবিলম্বে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি ও ত্রাণ সংগ্রহে প্রশাসনিক বাঁধার প্রতিবাদে বাসদ মার্কসবাদী জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠন কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় পুরো জেলার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার করছে বন্যার্ত অসহায় মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ। আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষ ত্রাণ সামগ্রী ও ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। সরকারি তৎপরতা প্রয়োজনের তুলনায় সামান্য। পানি উন্নয়ন বোর্ডের অবহেলা, গাফিলতি ও দুর্নীতিকে বন্যা সমস্যার প্রধান কারণ হিসেবে দাবি করেন। তাই অবিলম্বে গাইবান্ধা জেলাকে দুর্গত এলাকা ঘোষণাসহ পর্যাপ্ত সরকারি ত্রাণ সরবরাহের দাবি জানান। সেইসাথে ত্রাণ সংগ্রহে প্রশাসনিক বাঁধার নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও জোর দাবি জানান।