বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং, গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী রবিবার বিক্ষোভের অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিপিবি কার্যালয় চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎতের ঘন ঘন লোড শেডিং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে^ লোড শেডিং বন্ধ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমূখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com