শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে জেলা জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার সদর উপজেলার বোয়ালী ও ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ৫শ বানভাসী মানুষের মাঝে এসব খাবার বিতরণ করের দলের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ সরওয়ার হোসেন শাহীন বন্যাদুর্গতদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা আব্দুর রহমান ফুল, নুরুল ইসলাম নাদুয়া, আব্দুস সামাদ সরকার, জাহাঙ্গীর আলম মন্ডল, ইউপি সদস্য মাহবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।