বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন জেলা জাতীয় পার্টি। গতকাল শনিবার সদর উপজেলার বল্লমঝাড়সহ ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ও তালতলা বাজার সংলগ্ন ঘাঘট রক্ষা বাধে আশ্রিত ৬শ বানভাসী মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন দলের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা।
জেলা জাপার সদস্য সচিব মোঃ সারওয়ার হোসেন শাহিন বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম লেবু, সদর উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মোঃ মাহমুদার রহমান (মুকুল), জেলা জাপা সদস্য মোঃ নুরুল ইসলাম, শহর জাপা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান সুমন, মুরাদুজ্জামান মুরাদ, জুফিকার সরকার লেলিন, হিরু বকশী, জাহাঙ্গীর আলম মন্ডল, ইউপি সদস্য মাহবুর রহমান প্রমুখ।