রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ও লক্ষ্মীপুর ইউনিয়নে মানাস নদীতে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ওই নদীতে অবৈধভাবে স্থাপন করা বাঁশের বড় আকারের ৩টি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। পরে বাঁধ স্থাপনের সরঞ্জামগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মজিবর রহমানসহ পুলিশ সদস্য ও ন্যাশনাল সার্ভিস এর কর্মজীবীরা। মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, বিভিন্ন এলাকায় একাধিক বার সচেতন করার পরও সরকারিভাবে নিষিদ্ধ আড়াআড়ি বাঁধ দিয়ে নদীতে মৎস্য শিকারের প্রস্তুতিকালে ওইসব বাঁধ অপসারণ করা হয়।