শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কালেক্টরেট মিলনায়তনে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক এসএম ফেরদৌস, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমিনুল ইসলাম, পিটিআই সুপার শামছি আরা প্রমুখ। বক্তারা তৃনমূল পর্যায়ের সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তাবায়নসহ স্ব-স্ব বিভাগের সেবা মূলক কাজ তরান্বিত করার গুরুত্বারোপ করেন।