বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে পাওনা টাকার দাবীতে ট্রান্সকম বেভারেজ লিঃ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে পাওনা টাকার দাবীতে ট্রান্সকম বেভারেজ লিঃ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের মেসার্স জেএফ এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মাসুদুর রহমান পাওনা টাকার দাবীতে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গতকাল গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যানেজার মাসুদুর রহমান বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস থেকে ট্রান্সকম বেভারেজের নিকট থেকে জেএফ এন্টারপ্রাইজ ডিলারশীপের মাধ্যমে ব্যবসা শুরু করে। এরপর থেকে ২০-৪- ২০২৪ পর্যন্ত ব্যবসা চলমান ছিল। মাসুদুর রহমান বলেন, ব্যবসা চলাকালীন সময়ে বিভিন্ন পর্যায়ে ট্রান্সকম বেভারেজের নিকট প্রায় ৩৮ লক্ষ টাকা পাওনাদার হই। এ সময় কোম্পানির রিজিওনাল ম্যানেজার ছিল মোঃ মাকসুদুল হক। তার সময় ২৩ লক্ষ টাকার পণ্য প্রদানের মাধ্যমে আমার পাওনা পরিশোধ করে। বাকি ১৫ লক্ষ টাকা পরবর্তীতে পরিশোধ করবে মর্মে আমাকে আশ্বস্ত করে। কিন্তু পরবর্তীতে মাকসুদুল হক বদলী হয়ে গেলে রিজিওনাল ম্যানেজার হাসান মুনছুর নামে অন্য একজন যোগদান করলে আমার পাওনা টাকা পরিশোধে গড়িমসি করে। টালবাহানার এক পর্যায়ে আমি বগুড়া ডিপো অফিসে গিয়ে পাওনা টাকার কথা বললে হাসান মুনছুর আমার নিকট ২লক্ষ ১৫ হাজার টাকা দাবি করে। আমি উক্ত টাকা প্রদানে অস্বীকৃতি জানালে আমাকে ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে গোবিন্দগঞ্জ এসে গোবিন্দগঞ্জ থানায় হাসান মুনছুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।
মাসুদুর রহমান সাংবাদ সম্মেলনে পাওনা ১৫ লক্ষ টাকা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধের জন্য ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নিকট জোর দাবী জানান। সেইসাথে হাসান মুনসুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। সংবাদ সম্মেলন আরও উপস্থিত জে এফ এন্টারপ্রাইজের পার্সেজ ম্যানেজার শফিউজ্জামান শীতল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com