বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জে সিজার করতে আসা ১ সন্তানের জননী শারমিন আক্তার (২৭) ভুল চিকিৎসায় মারা গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শাহারুল ইসলামের মেয়ে এবং কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর (কানাইপাড়া) গ্রামের রানা শেখের স্ত্রী শারমিন আক্তার গত বুধবার সন্ধ্যার পর প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন তাকে সিজার করার উদ্দেশ্যে মোছাঃ রেশমিতারার পরিচালিত গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথায় অবস্থিত সমতা ক্লিনিকে নিয়ে এসে ভর্তি করায়। সেখানে ডাঃ লাবিব হাসান তার অপারেশন করেন। অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলাকালে রাত ৮ টার দিকে সে মারা যায়। এ ঘটনার পরপরই চিকিৎসক ও ক্লিনিকের পরিচালক গা ঢাকা দেয়। নিহত শারমিন আক্তারের পরিবারের লোকজন জানান, ওই ক্লিনিকে চিকিৎসা চলাকালে চিকিৎসকের ভুল ওষুধ প্রয়োগের কারনে সে মারা যায়। শারমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এবং তার স্বজনরা ক্লিনিকের সামনে এসে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ক্লিনিকের পরিচালক ও কর্তব্যরত চিকিৎসকসহ নার্সদের বিচার দাবী করেন।
সমতা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লাবিব হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যথাযথ নিয়ম মেনেই রোগীর চিকিৎসা দিয়েছি- কোনো ভুল চিকিৎসা দেয়া হয়নি। ওই ক্লিনিকের পরিচালক মোছাঃ রেশমিতারার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।