রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গ্রাম থেকে জুয়া আয়োজন ও খেলার অপরাধে ৫ জুয়ারুকে গত সোমবার গভীর রাতে আটক করা হয়েছে। আটক জুয়ারুরা হচ্ছে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফাইতপুর গ্রামের ছকু মিয়ার ছেলে মোঃ হারুন মিয়া (৪৫), লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর বালাআটা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে হারুনুর রশিদ (৩৮), মজিবর রহমানের ছেলে আঙ্গুর মিয়া (৩৬), তসলিম খন্দকারের ছেলে সাদা মিয়া (৩৪) ও মৌজা মালিবাড়ী গ্রামের আবদুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫)। সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার ৫ জুয়ারু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।